সাভার (ঢাকা): আসন্ন পৌরসভা নির্বাচনে নানা অজুহাত দেখিয়ে ইস্যু বানিয়ে বিএনপি-জামায়াত আন্দোলন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এখানকার পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল গণির নির্বাচনী প্রচারণাকালে তিনি এ অভিযোগ করেন।
আবু কাওসার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ বিশ্বের দরবারে অচিরেই মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হতে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক মহাসড়কে চলছে।
তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যকর করে প্রধানমন্ত্রী যখন যুদ্ধাপরাধীদের একে একে ফাঁসির রায় কার্যকর করে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত জোট মিলে আইএসের নামে সন্ত্রাসী-জঙ্গিদের গন্ধ বাংলার মাটিতে ছড়িয়ে দিতে চায়। তারা আসন্ন পৌরসভা নির্বাচনে নানা অজুহাত দেখিয়ে ইস্যু বানিয়ে আন্দোলন করার চেষ্টা করছে।
আবু কাওসার এসময় স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীদের বিএনপি-জামায়াতের বোমা-সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান।
এসময় অন্যদের মধ্যে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, লিয়াকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এইচএ/