ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি আচরণবিধি লঙ্ঘন করছে: হাছান মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
বিএনপি আচরণবিধি লঙ্ঘন করছে: হাছান মাহমুদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

হাছান মাহমুদ বলেন, বিএনপি প্রচারণায় উদ্ধৃতপূর্ণ বক্তব্য দিয়ে মাঠ গরম করছে। যা আচরণবিধি লঙ্ঘন করেছে।

পৌর নির্বাচনে এমপিদের প্রচারণা চালাতে না পারার নিয়মের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন কমিশন যে আচরণবিধি তৈরি করেছে তা সব দলের সহায়ক। কিন্তু পৌরসভা নির্বাচনে এমপিদের প্রচার চালাতে না পারা ইসির কোন অদ্ভুত নিয়ম!

তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা যে জিয়া বক্তব্য দিয়েছেন- তা মূলত পাকিস্তানের সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে অবস্থানকে দৃঢ় করারই বহিঃপ্রকাশ। অত্যন্ত সচেতনভাবে খালেদা জিয়া এ বক্তব্য দিয়েছেন।

ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া বক্তব্য প্রত্যাহার না করলে আগামী ২৬ মার্চে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন না। যদি বক্তব্য প্রত্যাহার না করে শ্রদ্ধা জানাতে যান, তখন জনগণ প্রতিরোধ গড়ে তুলতে পারে।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয় বলে খালেদা জিয়ার করা মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তার কাছে আওয়ামী লীগ নয়, জামায়াত মুক্তিযুদ্ধের দল।

সভায় প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, সংবিধানে স্পষ্ট লেখা আছে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না। সাংবাদিক ডেভিড বার্গম্যানের দণ্ডের রায়েও তা লেখা আছে। তাহলে এমন বক্তব্য খালেদা জিয়া কীভাবে দিলেন?

সংবিধান ও ট্রাইব্যুনাল অবমাননা দায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে (খালেদা জিয়া) বিচারের আওতায় আনা যায় বলেও জানান খাদ্যমন্ত্রী।

বিএনপি প্রধানকে তার বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, অন্যথায় খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়বে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আখতারুজ্জামান, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫/আপডেট ১৩৩৯ ঘণ্টা
এফবি/আরএইচএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।