ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে দলের প্রার্থীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের আক্রমণের শিকার হচ্ছেন বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে জাতীয় পার্টি (জাপা)।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ অভিযোগ করে জাপার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন আরেক প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, সাঈদুর রহমান টেপা, যুগ্ম-মহাসচিব রেজাউল করিম ভূইয়া ও নুরুল ইসলাম নুরু।
সিইসির সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবু হোসেন বাবলা বলেন, বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের আক্রমণের শিকার হচ্ছেন। টাঙ্গাইল, ফেনী ও কুষ্টিয়ায় হুমকি দিয়ে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। জয়পুরহাটে জাপার প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা সিইসির কাছে এর প্রতিকার চেয়েছি।
তিনি বলেন, সিইসির সঙ্গে সাক্ষাতে আমরা সারাদেশের পৌরসভা নির্বাচনে ১৫ শতাধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত ফোর্স মোতায়েনের দাবি জানিয়েছে। এক্ষেত্রে বিজিবি-ৠাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের কথা বলা হয়েছে। নির্বাচনী সহিংসতায় ইতোমধ্যে কয়েকজন মারা গেছেন। পরিস্থিতি যেন আরও অবনতির দিকে না যায়, সে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছি।
জবাবে সিইসি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্থ করেছেন বলে জানান জাপার এ প্রেসিডিয়াম সদস্য।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশের নির্বাচন নিয়ে বিএনপি বিদেশিদের কাছে নালিশ করতে পারে না। এর মাধ্যমে তারা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর সারাদেশের ২৩৩ পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেম সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ইইউডি/এইচএ