ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে বাম মোর্চার পদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে বাম মোর্চার পদযাত্রা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে পদযাত্রা করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।
 
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূরবী সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি মিরপুর-১০ নম্বর গোলচত্বরে গিয়ে শেষ হয়।


 
পদযাত্রার আগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভোটাধিকারসহ জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও জনজীবনের নিরাপত্তা বিধানের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
 
এসময় বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক ও দেশীয় বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ধ্বংস করে ভারতের স্বার্থে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে সরকার।  
 
পূর্ব ঘোষিত এই পদযাত্রা ও সমাবেশ থেকে আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে শাহাবাগ চত্বর থেকে আজিমপুর মোড় পর্যন্ত পদযাত্রা, ৫ জানুয়ারি বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও আগামী ১৩ জানুয়ারি সকাল ১১টায় পরিবেশ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভের ঘোষনা দেয়া হয়।
 
ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু ও বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মানস নন্দীর নেতৃত্বে পদযাত্রায় গণতান্ত্রিক বাম মোর্চার সদস্য শবনম হাফিজ, সাইফুল ইসলাম মুনাজাত, রবিউল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এফবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।