ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ বি এম আনিসুজ্জামানকে লক্ষ্য করে গুলি করেছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের বিরামপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ধ্যার পরপর মেয়র আনিসুজ্জামান ৯নং ওয়ার্ডের বিরামপুর বটতলা এলাকায় জনসংযোগ ও উঠান বৈঠক শেষ করে ফিরছিলেন। এ সময় তাকে বহনকারী প্রাইভেটকারকে লক্ষ্য করে স্থানীয় সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি ছুঁড়ে।
দলীয় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র এ বি এম আনিসুজ্জামান অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থক চার থেকে পাঁচটি মামলার আসামি চ্যাপা সুমন তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমিও এ বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আইএ