ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেছেন, দেশের কেউ কেউ এখনও পাকিস্তানের প্রেমে মশগুল হয়ে আছেন। একজন নেত্রী কী করে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন!
শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোর সংগঠন খেলাঘরের কেন্দ্রীয় আসর আয়োজিত সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হয়নি- খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতি ঘৃণা জানিয়ে তিনি বলেন, ৩০ লাখ প্রাণের বিনিময়েই অর্জিত এই স্বাধীনতা। মুক্তিযুদ্ধের সপক্ষের সব ব্যক্তি ও সংগঠন তার এই বক্তব্য ঘৃণা করবে।
সভায় সভাপতিত্ব করেন খেলাঘরের সভাপতিমণ্ডলীর সভাপতি পান্না কায়সার। আরও বক্তব্য রাখেন- উৎসব আয়োজক কমিটির প্রধান অধ্যাপক ড. নিরঞ্জন অধিকারী।
শামসুজ্জামান খান বলেন, খেলাঘর মুক্তিযুদ্ধ, মুক্তিবুদ্ধি ও মানবিকতার পক্ষে। মুক্তিযুদ্ধে যেমন অস্ত্র ছিলো জয়বাংলা, তেমনি এখন অস্ত্র সংস্কৃতি। যে কোনো সাংস্কৃতিক আন্দোলন স্বাধীনতাকে শক্তিশালী করে।
দেশের সাংস্কৃতিক এবং সামাজিক অগ্রগতিতে খেলাঘর ভূমিকা রেখে চলছে। এখন অনেক ধান্দাবাজ সংগঠন জুটে গেছে। শিশু প্রতিষ্ঠানের নাম করে ধান্দাবাজি করে বেড়ায়। কিন্তু খেলাঘরে কোনো দিন তা হয়নি, বলেন তিনি।
মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে খেলাঘরের প্রত্যেক কর্মী একেকজন সৈনিক হিসেবে গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় খেলাঘরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম অঞ্চলের খেলাঘরের শিশুকিশোররা তাদের সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরএম