ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ ইসি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ ইসি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: পৌর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন(ইসি) ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার(২৬ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জের চৌরাস্তায় বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক আহমেদের পক্ষে নির্বাচনী পথসভায় সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।



তিনি বলেন, পৌর নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় করা শুরু করা হয়েছে। বিএনপি সমর্থিত প্রার্থীদের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে।

বিএনপি’র ওপর যতই দমনপীড়ন চালানো হোক না কেন ৩০ ডিসেম্বর পর্যন্ত বিএনপি নির্বাচনের মাঠে থাকবে।

এসময় গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি সমর্থিক মেয়র প্রার্থী ফারুক আহমেদের নামে একাধিক মামলা থাকায় তিনি পথসভায় উপস্থিত ছিলেন না।

পথসভায় ফারুক আহমেদের স্ত্রী মঞ্জুরী মোর্শেদাসহ বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।