ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরিষাবাড়ীতে বিএনপি অফিসে ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
সরিষাবাড়ীতে বিএনপি অফিসে ভাঙচুর

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজারে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ হামলা করেন স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা।



তারা কার্যালয়ের সামনে রাখা ৬টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়া আশপাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালায়।

এ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ১০ জন আহত হন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রোকনুজ্জামান রোকন সমর্থিত একটি মিছিল বের হয়। একপর্যায়ে মিছিলটি আরামনগর বাজারে গেলে কিছু উচ্ছশৃঙ্খল নেতাকর্মী বিএনপির কার্যালয়ে হামলা করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থলেই রাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার সকালে এ ঘটনার প্রতিবাদে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বলে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
‌এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।