রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতিকে মোবাইল ফোনে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে নগরীর মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রলীগ নেতা।
হুমকিপ্রাপ্ত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।
এর আগে, আরিফুলসহ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী বৃহস্পতিবার শিবিরকর্মী সন্দেহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে পুলিশে দেন।
ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম জিডিতে উল্লেখ করেন, শুক্রবার রাত ৮টা ৩৮ মিনিটে +৫৪৩২৩৩৭৮ নাম্বার থেকে তার মোবাইল ফোনে কল আসে। এ সময় তার নাম উচ্চারণ করে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। একপর্যায়ের হত্যার হুমকি দেওয়া হয় তাকে।
আরিফুল ইসলাম দাবি করেন, বৃহস্পতিবার ইবি থেকে আসা এক শিবিরকর্মীকে পুলিশের কাছে সোপর্দ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) অশোক চৌহান বলেন, ‘হুমকির ঘটনায় দুপুরে একটি জিডি করেছেন আরিফুল। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এমজেড