ধুনট (বগুড়া): জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
রোববার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামে ফাঁকা মাঠে ফসলি জমিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোড়শিমুল গ্রামের কামরুজ্জামান কাজল (৪৭), ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম (৫০), জোড়শিমুল গ্রামের আওয়ামী লীগ কর্মী আব্দুল খালেক (৬০), আনোয়ারুল ইসলাম (৪২) ও লুৎফর রহমান (৫০)।
চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কাজলের সঙ্গে একই এলাকার ছোট চাপড়া গ্রামের আব্দুল মাজেদ ও আব্দুল মজিদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।
রোববার সকালে বাড়ির অদূরে নিজের ফসলি জমি দেখতে যান কাজল। এ সময় আব্দুল মাজেদ লোকজন নিয়ে তার ওপর হামলা করে কুপিয়ে জখম করেন।
ঘটনাটি টের পেয়ে কাজলকে উদ্ধার করতে গিয়ে প্রতিপক্ষের রামদার কোপে আওয়ামী লীগের আরো ৪ নেতাকর্মী আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসনীন আহাদ সুলতানা জানান, প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। এতে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসআর