ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাতীবান্ধায় ছিনতাই মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
হাতীবান্ধায় ছিনতাই মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার ভক্তি বিকাশ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছিনতাই মামলায় ভক্তি বিকাশ (৩২) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভক্তি বিকাশ হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের বীরেন্দ্র নাথের ছেলে ও উপজেলা ছাত্রদলের সহ সভাপতি।
 
হাতীবান্ধা থানার উপপরিদর্শক(এসআই) শামছুন নাহার লতা বাংলানিউজকে জানান, হাতীবান্ধা শহরে মঙ্গলবার ৪ লাখ ৫৬ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনতাই হয়। পরে উপজেলার দইখাওয়া গ্রামের রশিদুল হক বাদী হয়ে হাতীবান্ধা থানায় ছিনতাই মামলা করেন। এ মামলায় ভক্তি বিকাশকে গ্রেফতার করা হয়।
 
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বাংলানিউজকে জানান, মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।