ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাউন্সিল বাধাগ্রস্ত করতেই খালেদার বিরুদ্ধে মামলা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
কাউন্সিল বাধাগ্রস্ত করতেই খালেদার বিরুদ্ধে মামলা (ফাইল ফটো)

ঢাকা: বিএনপির কাউন্সিল বাধাগ্রস্ত করতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

 

সদ্য কারামুক্ত ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সকালে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরে বাংলানগর জিয়ারউর রহমানের মাজ‍ারে ফুল দিতে যান।

নোমান বলেন, সরকার বিএনপি নেতাকর্মীদের কথা বলতে তো দিচ্ছেই না বরং একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আগামী মার্চ মাসে বিএনপি যাতে কাউন্সিল না করতে পারে এজন্য খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার যতো বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন এ বাধা অতিক্রম করে বিএনপি তাদের কাউন্সিল অবশ্যই করবে। কাউন্সিলের জন্য তিনটি ভেন্যু চাওয়া হয়েছে। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। তিনটির মধ্যে একটি বরাদ্দ হলেই হবে।  

নোমান আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির যে আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে। জিয়াউর রহমানের আদর্শে আমরা যে শপথ নিয়েছি আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবোই।  

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও অ্যডভোকেট রুহুল কবির রিজভী আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।