ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উন্নয়ন এখন রেলের ট্র্যাকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
উন্নয়ন এখন রেলের ট্র্যাকে আইনমন্ত্রী আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়া: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উন্নয়ন এখন রেলের ট্র্যাকে উঠে গেছে, এটা চলতেই থাকবে। পদ্মাসেতু করার টাকা দেবার জন্য এখন বিভিন্ন দেশ ঘুরছে।

কিন্তু আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করছি।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, এক সময় পাকিস্তান খুব ভালো ক্রিকেট খেলতো। সেসময় ১২ নম্বর অথবা অতিরিক্ত খেলোয়াড় হিসেবে পূর্ব পাকিস্তান থেকে একজনকে হয়তোবা নেওয়া হতো। কিন্তু আজ বাংলাদেশ ক্রিকেট সারাবিশ্বে মর্যাদার আসনে। এটা হলো স্বাধীন দেশ প্রাপ্তির লাভ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ৫০ শতাংশ সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর।

মোগড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নোয়াব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওযামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।