ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘যুদ্ধাপরাধীর সন্তানরা সরকারি চাকরি পাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
‘যুদ্ধাপরাধীর সন্তানরা সরকারি চাকরি পাবে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: যুদ্ধাপরাধীর সন্তানরা সরকারি চাকরি পাবেন না এবং ভোট দিতে পারবেন না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, অবিলম্বে জামায়াতকে নিষিদ্ধ করা হবে।

একই সঙ্গে যারা স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কট‍ূক্তি করে তাদের বিচার করতে আইন কার্যকর করা হবে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ত্রিশালের সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন ধনু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার প্রমুখ।

এর আগে মন্ত্রী ত্রিশালে তিন তলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।