সিলেট: ৭ ফেব্রুয়ারি (রোববার) সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল সফলের আহ্বান জানিয়েছেন নেতারা।
শুক্রবার (০৫ ফেব্রয়ারি) সন্ধ্যায় নগরীর লামাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
নগরীর দরগাহ গেট সংলগ্ন মুসলিম সাহিত্য সংসদ শহীদ সোলেমান হলে রোববার (৭ ফেব্রুয়ারি) জেলা ও মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা ও মহানগর বিএনপির সম্মেলন সফল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সব ষড়যন্ত্র মোকাবেলা করে সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
সভায় নেতারা দেশ ও দলের বর্তমান দুঃসময়ে নেতা দিলদার হোসেন সেলিমকে জেলা বিএনপির সভাপতি ও অ্যাডভোকেট শামসুজ্জামান জামানকে সাধারণ সম্পাদক এবং কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য ভোটারদের অনুরোধ জানানো হয়।
জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মামুনুর রশীদ মামুন (চাকসু), জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এটিএম ফয়েজ, সারোয়ার আহমদ, মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, তাঁতী দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ জামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর দিনার খান হাসু।
এসময় উপস্থিত ছিলেন মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, আব্দুস সহিদ, ময়দুদুল হক মওদুদ, বিএনপি নেতা জয়নাল আহমদ রানু, কাজী মুহিবুর রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, আমিনুজ্জামান জোয়াহির, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি শরিফ আহমদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এনইউ/জেডএস