ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই পুলিশ বেপরোয়া’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই পুলিশ বেপরোয়া’ ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কারণে পুলিশ আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

সাম্প্রতিক সময়ে পুলিশের কর্মকাণ্ডের সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশ সব সময় ভালো কাজ করছে।

এ ধরনের ঢালাও মন্তব্যে পুলিশ আরও বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগের লোকও হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন।

জাতীয় প্রেসক্লাবে শনিবার (০৬ ফেব্রুয়ারি) অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘রোল অব ইউএন অ্যান্ড চ্যালেঞ্জ অব পিচ ইন সাউথ এশিয়া’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফিজ।

তিনি বলেন, আজ বাংলাদেশ দুঃশাসনের প্রতিচ্ছবি, পুলিশি রাষ্ট্র। চায়ের দোকানদার বাবুল মিয়া যেভাবে নিহত হয়েছেন, এটা অত্যন্ত দুঃখজনক।
 
‘বাংলাদেশে গণতন্ত্র নেই, পুলিশ আওয়ামী লীগ সরকারকে সহায়তা দিয়ে যাচ্ছে। পুলিশ এখন দেশের রাজা বলে ঘোষণা দিয়েছে। সরকার বেপরোয়া। ’ 

দক্ষিণ এশিয়ায় শান্তি না থাকলে বিশ্ব শান্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মন্তব্য করে মেজর হাফিজ বলেন, যেখানে জনগণ নিষ্পেষিত হয়, সেখানে জনগণের দীর্ঘ শান্তি হয় না।

নির্বাচনের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, চান্সটা (নির্বাচনের) জনগণকে দেন, আপনিও আসতে পারেন, নাহলে কাশ্মীরের চেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। যেখানে গণতন্ত্র নেই সেখানে আফগানিস্তানের মতো হয়ে যাবে।

অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুল উদ্দিন বকুলের সভাপতিত্বে সভাপতি কবিরুল হায়দার চৌধুরী বক্তব্য রাখেন। প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক জ মামুন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এমআইএইচ/এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।