ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবশেষে নিজস্ব কার্যালয় পেতে যাচ্ছে রাজশাহী জেলা আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
অবশেষে নিজস্ব কার্যালয় পেতে যাচ্ছে রাজশাহী জেলা আ’লীগ

রাজশাহী: ভাড়া করা কার্যালয়ে আর থাকছে না রাজশাহী জেলা আওয়ামী লীগ। সুষ্ঠুভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অবশেষে নিজস্ব ঠিকানা হচ্ছে।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক নিজস্ব কার্যালয় স্থাপনের এই উদ্যোগ গ্রহণ করেছেন।

সংসদ সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক রাজশাহীতে জেলা কার্যালয় স্থাপনের জন্য সিটি করপোরেশন এলাকায় জমি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে রাজশাহী মহানগরের মতো এবার জেলা আওয়ামী লীগও নিজস্ব ঠিকানা পেতে যাচ্ছে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি এক সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের নিজস্ব ভবনের জন্য সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের কাছে দাবি জানানো হয়।

ওই সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে এনামুল হক রাজশাহী সিটি বাইপাস এলাকায় কার্যালয়সহ একটি কমপ্লেক্স নির্মাণের জন্য ১০ কাঠা জমি দেওয়ার ঘোষণা দেন।

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক জানান, সিটি বাইপাস এলাকায় কয়েক কোটি টাকা দামের ১০ কাঠা জমি আওয়ামী লীগের জেলা কার্যালয় নির্মাণের জন্য দেওয়া হবে। শুধু জমি নয়, সেখানে বাগমারার বঙ্গবন্ধু কমপ্লেক্সের আদলে একটি ভবনও নির্মাণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, সংসদ সদস্য এনামুল হক বাগমারায় ছয়তলা বিশিষ্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবার রাজশাহী জেলা আওয়ামী লীগের জন্য যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়।

প্রসঙ্গত, রাজশাহীতে সংগঠন শক্তিশালী হলেও বর্তমানে জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় নেই। শহরের লক্ষ্মীপুরে ভাড়া করা ভবনে দলের কার্যক্রম চলে আসছে। তবে গত ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণকপাড়া মোড়ে দলের মহানগরের জন্য নিজস্ব কার্যালয় নির্মাণ করা হয়।

এর আগে এনামুল হক বাগমারায় ছয়তলা বিশিষ্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স নামে একটি বিশাল দলীয় কার্যালয় নির্মাণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ভবনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।