ফেনী: ফেনীর সোনাগাজীতে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিমুল্লাহ’র গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশের এক কর্মকর্তাসহ ৭ জন আহত হয়েছেন।
শনিবার(০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সোনাগাজীতে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ’র গাড়ি বহরে ইট-পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তার মাইক্রোবাসটির গ্লাস ভেঙে যায়। সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে থেকে এ হামলা চালানো হয়।
এ সময় গাড়িতে থাকা হাজী রহিম উল্যাহর সমর্থক সাগর, মাসুদ নামে যুবলীগের ৩ কর্মী ও সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মেজবাহ উদ্দিন আহত হন। ওসিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
ফেনী সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এমপি রহিমুল্লাহ।
বাংলাদেশ সময় : ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
পিসি