গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, ভাষা আন্দোলন ছিল মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা। মাতৃভাষার জন্য লড়াইয়ে ভাষা শহীদদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল এদেশের মুক্তিকামী মানুষ।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর কাবিলপুর আনন্দলোক কমিউনিটি বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। তার কারণেই এদেশ স্বাধীন হয়েছে। মানুষ মায়ের ভাষায় কথা বলতে পারছে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছাদেক আলী খাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) নির্বাহী প্রধান এম আব্দুস সালাম, পরিচালক আবু সায়েম রিশাত, আঞ্জুম নাহীদ চৌধুরী লাকী, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু, আবুল কাশেম প্রমুখ।
গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালনায় দাতা সংস্থা নেটজ বাংলাদেশের অর্থায়নে জেলার প্রত্যন্ত চরাঞ্চলে ১৭টি আনন্দলোক কমিউনিটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসআর