সিলেট: সিলেট জেলা ও মহানগর বিএনপিতে নতুন নেতৃত্ব এসেছে। জেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কাহের শামীম।
রোববার (৭ ফেব্রুয়ারি) মহানগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে বিএনপির জেলা-মহানগরের সম্মেলনে ভোটাভুটির পর এ নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুই শাখার কমিটিতেই সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক পদে নেতৃত্ব ঘোষণা করা হয়। সমান সংখ্যক ভোট পাওয়ায় জেলার সাংগঠনিক সম্পাদক পদে ঘোষণা হয় হাসান আহমেদ পাটোয়ারী রিপন ও এমরান আহমেদ চৌধুরীর নাম। আর মহানগরের সাংগঠনিক সম্পাদক পদে ঘোষণা করা হয় মিফতা সিদ্দিকীর নাম।
সম্মেলনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও গণনা শেষে দুপুর পৌনে ১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
জেলার নির্বাচন কর্মকর্তা ও আহ্বায়ক (আহ্বায়ক কমিটি) নুরুল হক, মহানগর নির্বাচন কমিশনার আহাদুস সামাদ জেপি ফলাফলের বিষয়টি জানান। তাদের তথ্যমতে, জেলার ১৩ উপজেলা ও ৪ পৌর কমিটির মোট ৫১ জন কাউন্সিলর ও মহানগরে ২৭ ওয়ার্ডের ৮১ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটাভুটির অধিবেশনের আগে সকালে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের নিয়ে নেতাকর্মীরা নগরীতে আনন্দ মিছিল বের করেন।
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য জেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন যথাক্রমে ২, ২ ও ৬ জন। আর মহানগরে প্রতিদ্বন্দ্বিতা করেন যথাক্রমে ৩, ৩ ও ৮ জন।
ভোটগ্রহণের সময় কেন্দ্রের ভেতরে কেবল কাউন্সিলর, নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীরা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রধান ফটকসহ আশপাশের এলাকায় ছিল পুলিশের কড়া নিরাপত্তা। পুলিশের সাজোয়া যানের নিয়মিত টহলও লক্ষ্য করা যায়।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬/আপডেট ১৪১৮ ঘণ্টা
এনইউ/এএএন/এইচএ
** ‘তৃণমূল থেকে আন্দোলন করেই সরকার পতন’