রাজশাহী: রাজশাহী কলেজ কলাভবনে ছাত্রলীগ কর্মীদের মারধরে ছাত্রদল কর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্রদল কর্মীর নাম জাহেদুল ইসলাম ইমন।
রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মারধরের এ ঘটনা ঘটে। এ ঘটনায় বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
আহত ইমনের বাড়ি রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর দৌলতপুর গ্রামে।
ইমন জানান, পূর্ব ঘটনার জের ধরে ছাত্রলীগের কয়েকজন কর্মী তার উপর হামলা চালায়। পরে সহপাঠীরা উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, এ ঘটনার পর ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান জানান, ক্লাসে বসা নিয়ে কিছুদিন আগে ছাত্রলীগ কর্মী মতিনের সঙ্গে ইমনের দ্বন্দ্ব হয়। বিষয়টি তারা কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে নিজেরাই মীমাংসা করে নেয়।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসএস/জেডএস