ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএম কলেজে ছাত্রলীগের মিছিল ছত্রভঙ্গ, লাঠিচার্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
বিএম কলেজে ছাত্রলীগের মিছিল ছত্রভঙ্গ, লাঠিচার্জ

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলের জের ধরে এক গ্রুপের বের করা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

এ সময় পুলিশের লাঠিচার্জে কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে ইংরেজী তৃতীয় বর্ষের ছাত্র বাদল ও সমাজকল্যাণ দ্বিতীয় বর্ষের ছাত্র পলাশের নাম জানা গেছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, গত মঙ্গলবার রাতে কলেজের অস্থায়ী কর্মপরিষদের (বাকসু) ক্রীড়া সম্পাদক ও ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ মুন্নাকে ছাত্রলীগের আরেকটি গ্রুপ কুপিয়ে জখম করে। ওই ঘটনায় পরের দিন মুন্না বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রতিবাদে অস্থায়ী কর্ম পরিষদের (বাকসু) সাহিত্য সম্পাদক নুর আল আহাদ সাঈদীর নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী আজ (রোববার) সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন বাংলানিউজকে জানান,  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।