বাগেরহাট: নাশকতার মামলায় দ্রুত বিচার আইনে কারাদণ্ডাদেশপ্রাপ্ত বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জাহিদুল আজাদ তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো দুই নেতা হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু এবং বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বাশারাত হাওলাদার।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, চলতি বছরের ১৩ জানুয়ারি নাশকতার পৃথক দু’টি মামলার রায়ে আদালত তার মক্কেলদের তিন বছরের করাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। এ মামলায় আত্মসমর্পণ করে রোববার আদালতে এসে জামিন আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১০ আগস্ট বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুখ্যাইট মোড় এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার অভিযোগে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল গফ্ফারের দায়ের করা মামলায় ১১৭ জনকে আসামি করা হয়।
বাগেরহাট মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) এনায়েত ওই বছরের ২০ আগস্ট ১১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ১৩ জানুয়ারি রায়ে আদালত বিএনপি-জামায়াতের ১১ জনকে বিভিন্ন দণ্ডাদেশ দেন।
গোটাপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বাশারাত হাওলাদার এই মামলার দণ্ডাদেশপ্রাপ্ত আসামি।
এদিকে, ২০১৩ সালের ২০ অক্টোবর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কু-কুড়ামারা এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় মিজানুর রহমান বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় ১০৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফররুখ আহমেদ একই বছরের ৩০ অক্টোবর ৯৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ১৩ জানুয়ারি আদালত এই মামলার রায়ে ২৩ জনকে ৩ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।
বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু এই মামলার দণ্ডাদেশপ্রাপ্ত আসামি।
** বাগেরহাটে বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মীর কারাদণ্ড
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এমজেড