ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মালোপাড়া সহিংসতা মামলার আসামি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
মালোপাড়া সহিংসতা মামলার আসামি কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা মালোপাড়া সহিংসতা মামলার অন্যতম আসামি হাফেজ আতাউর রহমান ওরফে ভন্ড পীর (৩৪) নামে এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



আতাউর রহমান অভয়নগরের বনগ্রামের ইয়াকুব আলী মোল্লার ছেলে।  

যশোর আদালত পুলিশের পরিদর্শক রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠালে বিচারক তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশমী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভয়নগর উপজেলার আলীপুর গ্রামে আত্মগোপনে থাকা আতাউরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, জামায়ত-শিবিরের রাজনীতিতে সক্রিয় আতাউর রহমান মালোপাড়া সহিংসতা মামলা ছাড়াও হরতাল-অবরোধ চলাকালে নাশকতা মামলার আসামি। কিছুদিন ধরে তিনি আলীপুর এলাকায় ভণ্ড পীর হিসেবে ছদ্মবেশ ধারণ করে নতুন করে নাশকতার পরিকল্পনা করছিলেন বলেও পুলিশের কাছে তথ্য আছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এএটি/আরএ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।