ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাহাঙ্গীর সাত্তার টিংকুর চতুর্থ মৃত্যুবার্ষিকী সোমবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
জাহাঙ্গীর সাত্তার টিংকুর চতুর্থ মৃত্যুবার্ষিকী সোমবার সভাপতি ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকু

ঢাকা: সামরিক শাসনবিরোধী ছাত্র গণআন্দোলনের অন্যতম ছাত্রনেতা তৎকালীন জাতীয়  ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকুর চতুর্থ মৃত্যুবার্ষিকী সোমবার (০৮ ফেব্রুয়ারি)।

ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ রোগশয্যার পর ২০১২ সালের ০৮ ফেব্রুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে  ইন্তেকাল করেন তিনি।



নব্বইয়ের ছাত্র আন্দোলনের কিংবদন্তী নেতা ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামসহ দেশ-বিদেশে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

রোববার টিংকুর আত্মার মাগফেরাত কামনা করে রাউজন ও চট্টগ্রামে এতিমখানায় খাবার বিতরণ, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকার পুরানা পল্টন মসজিদেও কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চট্টগ্রামের মুসলিম হলে স্মরণসভার আয়োজন করেছে উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
 
সময়ের সাহসী সন্তান জাহাঙ্গীর সাত্তার টিংকুর জন্ম ১৯৬৩ সালের ১০ নভেম্বর চট্টগ্রামের রাউজানের কদলপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে। ১৯৮৯ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। স্কুল জীবনেই ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি তার। চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন তিনি।

১৯৮৯-৯০ মেয়াদে অধুনালুপ্ত বাকশাল সমর্থিত জাতীয় ছাত্রলীগের সর্বশেষ সভাপতি ছিলেন তিনি।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় 'সর্বদলীয় ছাত্র ঐক্য' গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন টিংকু। পরে ১৯৯১ সালে মহিউদ্দিন আহম্মেদ ও আবদুর রাজ্জাকের নেতৃত্বাধীন বাকশাল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হলে টিংকুও আওয়ামী লীগে যোগ দেন। তিনি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা কার্যকরী কমিটির সদস্য।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, শিক্ষা, সেবা, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন টিংকু। এক সময় চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ছিলেন তিনি। চট্টগ্রাম সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ছাড়াও কর্মজীবনে একটি নির্মাণ সংস্থার চেয়ারম্যান ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।