ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দায়রা আদালতেও এ্যানীর জামিন নামঞ্জুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
দায়রা আদালতেও এ্যানীর জামিন নামঞ্জুর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

ঢাকা: ২০১৫ সালের জানুয়ারিতে দায়ের হওয়া ৭ মামলাসহ ৯ মামলায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালত।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ জামিন আবেদন নামঞ্জুর করেন।



এ্যানীর অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ জামিন নামঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে জানান।

গত ২৮ জানুয়ারি এ ৯টি মামলায় এ্যানী ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ওইদিন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকেই এ্যানী কারাগারে রয়েছেন।

ওইদিন জামিন আবেদনের ওপর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান ও ইউনূস খান তাকে দুটি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।