ঢাকা: ২০১৫ সালের জানুয়ারিতে দায়ের হওয়া ৭ মামলাসহ ৯ মামলায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালত।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ্যানীর অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ জামিন নামঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে জানান।
গত ২৮ জানুয়ারি এ ৯টি মামলায় এ্যানী ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ওইদিন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকেই এ্যানী কারাগারে রয়েছেন।
ওইদিন জামিন আবেদনের ওপর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান ও ইউনূস খান তাকে দুটি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এমআই/জেডএস