ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জবি ছাত্রদল নেতাদের ওপর হামলায় ঘটনায় নিন্দা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
জবি ছাত্রদল নেতাদের ওপর হামলায় ঘটনায় নিন্দা

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের প্রচার সম্পাদক জুয়েল মৃধা ও ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদের ওপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।


 
নেতৃদ্বয় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসী কার্যকলাপের জন্য শিক্ষা ব্যবস্থা আজ হুমকির মুখে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্রদল নেতাদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে বারবার কলুষিত করছে ছাত্রলীগ। এ হামলা ছাত্রলীগের হিংস্রতা, বর্বরতা ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ।
 
অন্যদিকে তাদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের  হামলায় নিন্দা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক মো. আসিফুর রহমান বিপ্লব।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।