ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটের আমদই ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
জয়পুরহাটের আমদই ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৯ ফেব্রয়ারি) বিকেলে মীরগ্রাম চৌমূহনী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

এসময় এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি অশোক কুমার ঠাকুর।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম বেনু, জয়পুরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগের সদস্য নন্দলাল পার্শী, জেলা যুবলীগের সভাপতি নাফিজ আল তামিজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক অধ্যাপক সুমন কুমার সাহা, আসন্ন আমদই ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শাহনুর আলম সাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন, যুবলীগের সভাপতি রাসেল বাবু প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন-উন্নয়ন মাতা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মতো জয়পুরহাটেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ উন্নয়নের ধারাবাহিকতায় জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন অঞ্চলে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিভিন্ন প্রতিষ্ঠানসহ সর্বস্তরে ব্যাপক কাজ চলছে। যা অন্য কোনো সরকারের সময় হয়নি।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন-সদ্য শেষ হওয়া পৌরসভা নির্বাচনে জনগণ যেভাবে আওয়ামী লীগের প্রার্থীদের জয়যুক্ত করেছেন, উন্নয়নের স্বার্থে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ঠিক সেভাবে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের জয়যুক্ত করবেন বলে আমার বিশ্বাস।
 
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।