ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাবি ছাত্রদলের নতুন কমিটির ৮ নেতার পদত্যাগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
জাবি ছাত্রদলের নতুন কমিটির ৮ নেতার পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগের বি-টিম হিসেবে পরিচিত ব্যক্তিদের নেতৃত্বে আনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির ৮ নেতা পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৯ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আট নেতা তাদের পদত্যাগপত্র জমা দিতে যান।

কিন্তু কেন্দ্রীয় দপ্তর সম্পাদক না থাকায় তারা আগামীকাল (১০ জানুয়ারি) পদত্যাগ পত্র জমা দেবেন বলে জানান শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন হীরা।

পদত্যাগকারী ছাত্রদল নেতারা হলেন, সিনিয়র সহ-সভাপতি-১ মুরাদ হোসেন হীরা, সহ-সভাপতি-৫ নবিনুর রহমান নবীন, সহ-সভাপতি-৬ রাব্বি হাসান, সহ-সভাপতি-৭ ফয়সাল হোসেন, সহ সভাপতি-৮ ইব্রাহিম খলিল বিপ্লব, সহ-সভাপতি-৯ শাহরিয়ার হক মজুমদার শিমুল, যুগ্ম সম্পাদক-২ ইসরাফিল চৌধুরী সোহেল, যুগ্ম সম্পাদক-৩ ওয়াসিম আহমেদ অনীক।

এছাড়াও নবগঠিত কমিটির সহ-সভাপতি-৪ নজরুল ইসলাম দুর্জয়, যুগ্ম সম্পাদক-৬ শামছুল হক ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম শিগগিরই পদত্যাগ পত্র জমা দেবেন বলেও জানান ওই নেতা।

কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগ পত্রে নেতারা উল্লেখ করেন, বর্তমান কমিটির শীর্ষ পদে এমন ব্যক্তিদের পদায়ন করা হয়েছে যারা ক্যাম্পাসের সর্বমহলে ছাত্রলীগের বি-টিম হিসেবে পরিচিত, যাদেরকে অতীতে শাখা ছাত্রদলের কমিটিতে একদিনের জন্যও দেখা যায়নি, রাজনীতির মাঠে যারা জাবি শাখা ছাত্রদলের অধিকাংশ নেতাকর্মীদের তুলনায় অনুজ।

এই কমিটিতে গত পাঁচ বছর ধরে জাবি শাখা ছাত্রদলের জন্য নিরলস পরিশ্রম করে যাওয়া ত্যাগী, নির্যাতিত, জাতীয়তাবাদী আর্দশে উদ্ধুদ্ধ ছাত্রদলের প্রকৃত নেতাকর্মীদের মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। আদর্শ বহির্ভূত ও নীতি-নৈতিকতাহীন এইসব কর্মকাণ্ডের দায়ভার নিতে সম্পূর্ণ অপারগতা প্রকাশ করে স্বজ্ঞানে ও স্বপ্রণোদিত জাবি শাখা ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হচ্ছি। ’

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারী কাছে জানতে চাইলে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পদত্যাগের বিষয়ে এখনো কিছু শুনি নাই। কোন লিখিত পদত্যাগপত্রও আমার হাতে এসে পৌঁছায় নাই।

গত শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৭তম ব্যাচের সোহেল রানাকে সভাপতি ও একই বিভাগের ৩৮তম ব্যাচের আবদুর রহিম সৈকতকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।