ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সংকট নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
‘সংকট নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার’ আব্দুল্লাহ আল নোমান

ঢাকা: সরকার অভ্যন্তরীণ সংকটে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।



বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশের প্রধান অতিথি নোমান বলেন, বিএনপির কোনো আন্দোলন নেই, হয়তো আমারা আন্দোলন করতে পারছি না। সরকার একক ক্ষমতায় অধিকারী হয়েও অভ্যন্তরীণ সংকটে কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না।

‘শিক্ষকরা আন্দোলন করছে, প্রশাসনে বিশৃঙ্খলা হচ্ছে। খাদ্য সংকট চলছে, অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে। সরকার কোনো সমস্যার সমাধান করতে পারছে না,’ বলেন তিনি।

নোমান বলেন, সরকার হামলা-মামলা নিয়ে ব্যস্ত। এলাকায়
এলাকায় লুটপাট বাহিনী তৈরি করে জনগণের জিনিসপত্র লুটপাট করছে। সরকার যে উন্নয়নের কথা বলছে আসলে কোনো উন্নয়ন হচ্ছে না।

‘বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা লড়াই করে গণতন্ত্র এনেছি। সেই গণতন্ত্র আজ নির্বাসিত। জনগণকে আমরা গণতন্ত্র না দিতে পারলে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এমএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।