ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ছাত্রলীগের ১৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
রাজশাহীতে ছাত্রলীগের ১৫ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী: রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ছাত্রলীগের মারধোরে পুলিশ কনেস্টবল রাজু সরকার আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে আহত পুলিশ কনস্টেবল রাজু সরকারের মা নাসিমা বেগম বাদী হয়ে মহানগরীর রাজপাড়া খানায় মামলাটি দায়ের করেন।

মামলায় রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মইনুল ইসলাম বাপ্পীসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান খান বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে মামলার বিষয়টি জানিয়েছেন। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে বর্তমানে আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি।

রাজশাহী কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ও মেট্রোপলিটন (আরএমপি) পুলিশের দাঙ্গা শাখার কনেস্টবল রাজু সরকারকে বুধবার দুপুরে মারধোর করে নিউ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মইনুল ইসলাম বাপ্পীসহ তার সহযোগীরা।
 
রাজু পরীক্ষার আগে কলেজের শহীদ মিনারে বসে পড়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।