ঢাকা: জাতীয়তাবাদী দল বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেতে প্রস্তুত। তবে নির্বাচন কমিশনকে সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।
শুক্রবার সকালে (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফটো জর্নালিষ্ট অ্যাসোসিয়েশনে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, ভারতের মতো দেশে নির্বাচন কমিশনারকে সুপার প্রাইম মিনিস্টার বলা হয়। কিন্তু আমাদের দেশের প্রধান নির্বাচন কমিশনার তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সে সুনাম অর্জন করতে পারেনি।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হলেও বিএনপি নির্বাচন বিমুখ নয়, নির্বাচনে যাবে।
বিচার বিভাগ সম্পর্কে তিনি বলেন, বিচার বিভাগে বর্তমানে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। একে অন্যের পেছনে লেগে আছে। বিতর্কিত করছে উচ্চ আদালত থেকে শুরু করে পুরো বিচার বিভাগকে।
তিনি আরো বলেন, একজন সাবেক প্রধান বিচারপতিও বলেছেন বিচার বিভাগকে সম্পূর্ণ ধ্বংস করা হচ্ছে। সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনও মন্ত্রীকে বলেছেন, অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে।
বিএনপির জাতীয় কাউন্সিল সম্পর্কে তিনি বলেন, কাউন্সিলে দল ও গণমানুষের নেতৃত্ব দিতে পারে এমন যোগ্য লোক খোঁজা হচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে যারা দল ও দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।
অর্থপাচার ও দুনীর্তি সম্পর্কে মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশে পাহাড়সম দুর্নীতি হচ্ছে, হচ্ছে দুনীর্তির মাধ্যমে অর্জিত টাকা পাচারের হিড়িক। মানি লন্ডারিংয়ের মাধ্যমে দেশে জঙ্গিবাদের উত্থান হয়।
বিএনপি নেতা হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, ন্যাপের যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাসাস সাবেক সভাপতি জাফর উল্যাহ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরইউ/বিএস