ঢাকা: বর্তমান নির্বাচন কমিশন (ইসি) সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ এক সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক কেন্দ্রীয় কমিটি অনুষ্ঠানের আয়োজন করে।
নোমান বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। আমরা সব নির্বাচনে যেতে চাই। সেই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিতে চায়। কিন্তু আমাদের নির্বাচনে যাওয়ার পরিবেশ নেই। কারণ বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে।
তিনি বলেন, এ নির্বাচন কমিশনকে বদলাতে হবে। নির্বাচনের নতুন পরিবেশ সৃষ্টি করতে হবে। এর আগে দেখেছি, নির্বাচনের নামে ‘প্রহসন’ হয়েছে।
সরকার বিএনপির কাউন্সিল করতে দিচ্ছে না অভিযোগ করে নোমান বলেন, সরকার যদি কাউন্সিলের পরিবেশ সৃষ্টিতে বাধা না দেয় তাহলে, ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা বা ঢাকার বাইরে এ কাউন্সিল করতে বিএনপি সক্ষমতা রাখে।
জাতীয়তাবাদী নাগরিক কমিটির সভাপতি শাহাজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাছের রহমতউল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এমইএস/টিএইচ/জেডএস