গাইবান্ধা: গাইবান্ধায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৫ ও জামায়াত-শিবিরের ৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরআগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে, বিভিন্ন অভিযোগে ও মামলায় আরো ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেএমবির ৫ সদস্যকে গোবিন্দগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
তারা হলেন, রামচন্দ্রপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৯), তোতা মিয়ার ছেলে সাহিদ মিয়া (১৮), জামির মিয়ার ছেলে হায়দার আলী (২০), পৌর শহরের ঝিলপাড়া গ্রামের মৃত আলেক উদ্দিনের ছেলে ওমর ফারুক ও বকচর গ্রামের আতাউর রহমানের ছেলে রতন (২৩)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, গ্রেফতারকালে তাদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হলেন, সাঘাটা উপজেলার মতুলারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে আশিক রহমান ( ২৮), কুড়িগ্রামের উলিপুর গ্রামের ক্ষ্যাতরাইল গ্রামের রহিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৬), সুন্দরগঞ্জ উপজেলার নিজপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে জামায়াত কর্মী রফিকুল ইসলাম ও নিজাম খা গ্রামের বাহার উদ্দিনের ছেলে জামায়াত কর্মী রমজান আলী (৪৫)।
জেলার অতিরিক্ত সুলিশ সুপার ফারুক হোসেন বাংলানিউজকে জানান, গাইবান্ধা সদরসহ সাদুল্যাপুর, সাঘাটাসহ ৪ থানার বিভিন্ন স্থান থেকে জেএমবি এবং জামায়াত-শিবির কর্মীসহ বিভিন্ন মামলায় ৪০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসআর