ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাৎসি বাহিনীর মতো বাংলাদেশেও যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
নাৎসি বাহিনীর মতো বাংলাদেশেও যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত থাকবে ড. হাছান মাহমুদ

ঢাকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর ঘৃণ্য বর্বরতার জন্য যেমন এতো বছর পরও খুঁজে বের করে তাদের বিচার করা হচ্ছে ঠিক তেমনি, বাংলাদেশেও মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য অপরাধের জন্য যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিনিধি সভা-২০১৬ এ বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।

হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরে জনগণের কাছে দায়বদ্ধ। যতদিন পর্যন্ত এ দেশে একজনও যুদ্ধাপরাধী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এ বিচার প্রক্রিয়া চলতে থাকবে।

তিনি বলেন, যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ। যুদ্ধাপরাধীরা পুরো বিশ্বেই ঘৃণিত। ৯৩ বছর বয়সেও সম্প্রতি একজন নাৎসি যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছে। ইতালিতে ১০০ বছর বয়সী একজন নাৎসি বাহিনীর সদস্য মারা গেলে জনগণ তাকে দাফনতো দূরের কথা উল্টো তার কফিনে জুতা নিক্ষেপ করেছে।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি আরো বলেন, যখন যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা হয় তখন অনেক বিদেশি বন্ধু তাদের মৃত্যুদণ্ড বন্ধের জন্য প্রেসক্রিপশন দেয়। অথচ সাদ্দাম হোসেনকে যখন যুক্তরাষ্ট্র ফাঁসি দিয়েছিল তখন তারা কোনো উচ্চবাচ্য করেনি। এসব বিদেশি বন্ধুদের প্রতি অনুরোধ, যারা লাখ লাখ মানুষ মেরেছিল আপনারা দয়া করে তাদের পক্ষে প্রেসক্রিপশন দেওয়া থেকে বিরত থাকুন।

বিএনপির আসন্ন কাউন্সিল প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির নেতাকর্মীদের বলছি, আপনারা যাদের হাতে মানুষের রক্ত, যাদের গায়ে পোড়া মানুষের গন্ধ তাদের নেতৃত্ব থেকে সরিয়ে দিন। আরো দেখলাম আপনারা নাকি সিনিয়র ভাইস-চেয়ারম্যান পদটি কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করবেন। তবে যিনি এ পদে বর্তমানে অধিষ্ঠিত আছেন তাকে যদি আপনারা আগামীতেও না সরান তবে বিএনপি এখন যে অতল গহ্বরে আছে তা থেকে বের হতে পারবে না।

আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগ নেতা এমএ করিমসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।