ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাবনায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
পাবনায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

পাবনা: পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাকিম মালিথাসহ ১০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে আলিফ, মিন্টু, লালু আলম ও রেজা গুলিবিদ্ধ হয়েছেন।

তাদেরকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার(১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনা শহরের ছাতিয়ানী মহল্লায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা শ্রমিক লীগ নেতা আব্দুল হাকিম মালিথা ও যুবলীগ কর্মী লালু আলমের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সন্ধ্যায় উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ হন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ  আল হাসান বাংলানিউজকে বলেন, এমন সংবাদ শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলতে পারবো।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।