ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাটখিলে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
চাটখিলে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলের বদলকোর্ট ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বদলকোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।



স্থানীয়রা বাংলানিউজকে জানান, বদলকোর্ট ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের সভাপতি নুরুল আমিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে বদলকোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।

সভাস্থলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ইউনিয়ন যুবলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সভাস্থলের প্রায় ২০টি চেয়ার ভাঙচুর করে উত্তেজিত কর্মী সমর্থকরা। এতে অন্তত ৫ জন আহত হন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বাংলানিউজকে জানান, সভাস্থলে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।