ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে গানপাউডারসহ জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে গানপাউডারসহ জামায়াত নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির আবু বক্করকে (৪৫) ককটেল ও গানপাউডারসহ গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌন ১টার দিকে শহরের মহানন্দা নদীর তীরে গোপন বৈঠককালে তাকে গ্রেফতার করা হয়।



এ সময় ঘটনাস্থল থেকে ৭টি ককটেল ও ৫০০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।

আটক আবু বক্কর পৌর এলাকার নয়নশুকা মহল্লার মজিবুর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ বাংলানিউজকে জানান, জামায়াতের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদে মহানন্দা তীরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের পেছনে একটি স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৮টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা জামায়াতের আমির  আবু বক্করকে গ্রেফতার করা হয়। এছাড়া সেখান থেকে ককটেল ও গানপাউডার উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।