ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আদালতের সমন

ফরিদপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ফরিদপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা মাহফুজ আনাম

ফরিদপুর: ফরিদপুরে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামেরর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন ফরিদপুরের ১নং আমলি আদালতের বিচারিক হাকিম হামিদুল ইসলাম।

মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ১৫ মার্চ। ওইদিনই সম্পাদককে আদালতে হাজির হয়ে সমনের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার  (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুরের আদালতে মামলাটি দায়ের করেন ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট  জাহিদ ব্যাপারী। তিনি ফরিদপুর জজকোর্টের একজন আইনজীবী এবং সরকারি সহকারী আইন কর্মকর্তা (এপিপি) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বাদীর নিজের পাঁচ লাখ টাকা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিকভাবে ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করে ৫০০ ও ৫০১ ধারায় মানহানির মামলাটি দায়ের করা হয়।

মামলার এজহারে বলা হয়, কোনো যাচাই-বাছাই না করে এবং প্রেস কাউন্সিল অ্যাক্ট অমান্য করে ২০০৭ সালের ৩ জুন ডেইলি স্টারের প্রথম পাতায় ‘Hassina regularly took money from magntes’  শিরোনামে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর নামে মিথ্যা সংবাদ পরিবেশন করে সারা দেশে প্রচার করেন মাহফুজ আনাম। সংবাদটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দুর্নীতর মাধ্যমে বিশাল অর্থের পাহাড় গড়েছেন। সম্পাদক বাদীর নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা  জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সমাজে এবং বহির্বিশ্বে হেয়, অপমানিত করার জন্য ওই মিথ্যা ও বানোয়াট সংবাদ তার (সম্পাদক) পত্রিকা ডেইলি স্টারে প্রকাশ ও প্রচার করেছেন। ডেইলি স্টার পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে গত ৪ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে প্রশ্নের মুখে আসামি (সম্পাদক) ‘সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সরবরাহ করা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর যাচাই ছাড়া প্রকাশ করে সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন বলে স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।