ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দেশে গণতন্ত্র নিরাপদ নয়’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
‘দেশে গণতন্ত্র নিরাপদ নয়’ শাহ মোয়াজ্জেম হোসেন / ফাইল ফটো

ঢাকা: ‘বর্তমান সরকারের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। সরকার চলছে বিদেশি প্রভুদের ইঙ্গিতে।



রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে বিএনপি ভাইস চেয়ারম্যান  শাহ মোয়াজ্জেম হোসেন এসব কথা বলেন।

‘স্বাধীনতা ও রুগ্ন গণতন্ত্র‘ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশির দশকের অন্যতম ছাত্রনেতা সরওয়ার আজম খান। বক্তব্য দেন রফিকুল ইসলামসহ আরও অনেকে।

শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। বিরোধী মতের দলকে কোনো কথা বলতে দেওয়া হয় না। সরকারের অপশাসনের বিরুদ্ধে কথা বললেই জেল-জুলুম নেমে আসে। দেশ চলছে শ্বাসরুদ্ধকর অবস্থায়।

‘দু’বছর আগে ভোটারবিহীন নির্বাচন হয়েছে’ উল্লেখ করে বক্তারা বলেন, বিদেশিরাও বলেছেন মানুষ ভোট দিতে পারেনি বা ভোটকেন্দ্রে যায়নি। এটাকে নির্বাচন বলা যায় না।  

তাই অবিলম্বে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।