তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সাতটি ইউনিয়নে প্রার্থী বাছাই করা হয়।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, কুমিরা, তেঁতুলিয়া, খলিলনগর ও তালা সদর ইউনিয়নে আলোচনা সভার মধ্যদিয়ে আওয়ামী লীগের একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনীত প্রার্থীরা হলেন- ধানদিয়া ইউনিয়নে সন্তোষ কুমার, নগরঘাটা ইউনিয়নে কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউনিয়নে মো. মতিয়ার রহমান, কুমিরা ইউনিয়নে আজিজুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়নে মো. রফিকুল ইসলাম, খলিলনগর ইউনিয়নে প্রণব ঘোষ বাবলু ও তালা সদর ইউনিয়নে সরদার জাকির হোসেন।
তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন,‘দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী মনোনীত করা হচ্ছে। আজ (রোববার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতটি ইউনিয়নে প্রার্থী বাছাই শেষ হয়েছে।
তিনি বলেন,‘দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচন করলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ’
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
পিসি