দিনাজপুর: ফাটল দেখা দেওয়ায় ছয় দিনের মাথায় দিনাজপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আরো একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দিনাজপুর প্রেসক্লাবের হল রুমে আয়োজিত কর্মীসভায় এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে 8 ফেব্রুয়ারি জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান এমপির উপস্থিতিতে দিনাজপুরে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।
রোববার করা পাল্টা কমিটিতে সভাপতি অ্যাডভোকেট তৈমুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমামুদুর রহমান বাবুল, সাংগঠনিক হারুন উর রশিদ ও কোষাধাক্ষ্য পদে আলী শাহকে কোষাধাক্ষ্য করে পাল্টা কমিটি গঠন করা হয়।
কর্মী সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ইমামুল ইসলাম। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষিয়ান নেতা সামুজ্জোহাসহ, অ্যাডভোকেট তৈমুর রহমান, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, খানসামা
উপজেলা সভাপতি আলী শাহ, হাকিমপুর উপজেলা সভাপতি আফজাল হোসেন, বিরামপুর উপজেলা সাধারণ সম্পাদক ইউনুস তালুকদার প্রমুখ।
এব্যাপারে নতুন কমিটির সভাপতি অ্যাডভোকেট তৈমুর রহমান জানান, ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কাউন্সিলে স্থানীয় নেতাকর্মীদের মতামত না নিয়েই একটি মেরুদণ্ডহীন কমিটি গঠন করা হয়।
পরে জেলার সব নেতাকর্মীদের উপস্থিতে এক কর্মীসভার মাধ্যমে এই নতুন কমিটি গঠন করা হয়।
কমিটি পরবর্তিতে পূর্ণাঙ্গ কমিটিতে রুপান্তরিত করা হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএইচ