নওগাঁ: হরতালের সময় নাশকতা ও মোটরসাইকেল পোড়ানোর একটি মামলায় নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখাজুল ইসলামসহ বিএনপি-জামায়তের ৭৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর ৫নং আমলী আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক আব্দুল কুদ্দুস আদেন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর বিএনপি-জামায়াত জোটের ডাকে হরতাল চলাকালে ধামইরহাট এলাকায় একটি মোটর সাইকেল পোড়ানো হয়। এ বিষয়ে স্থানীয় যুবলীগ নেতা বাবুল হোসেন বাদী হয়ে থানায় নাশকতার একটি মামলা দায়ের করেন।
মামলায় বিএনপি-জামায়াতের ১২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামি করা হয়। আসামিদের মধ্যে ১৭ জন উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসে ও অন্যরা পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
পিসি