নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা ও আওয়ামী লীগের চার নেতাকর্মী হত্যা মামলায় চার্জশিটভুক্ত বিএনপি জামায়াতের ৩৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী সদর আদালতে পলাতক আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো. সামিউল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদের মধ্যে রয়েছে উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম ও টুপামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সকিমুদ্দীন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক সুকুমার মোহন্ত বাংলানিউজকে জানান, জামিন নামঞ্জুর হওয়া আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
২০১৩ সালের ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জ বাজারে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা ও আওয়ামী লীগের চার নেতা কর্মী হত্যা মামলায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএ