ঢাকা: মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার শ্রদ্ধা জ্ঞাপন। ওইদিন ভোর ৬টায় আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা।
এরপর তারা শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা করবেন এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এছাড়া ২১ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।
কর্মসূচির দ্বিতীয় দিন ২২ ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অব বাংলাদেশে (আইইবি) অমর একুশের আলোচনা সভা করবে দলটি।
যৌথসভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথসভা ও সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুযারি ১৭, ২০১৬
এমএম/আরএম