ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মামলার পর নির্বাচনী প্রকল্প নিয়েছে সরকার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
মামলার পর নির্বাচনী প্রকল্প নিয়েছে সরকার ছবি : জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘সরকার মামলা প্রকল্পের পর নির্বাচনী প্রকল্প গ্রহণ করেছে,’ এমন মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

তিনি বলেছেন, সরকার মামলা প্রকল্পের পরে নির্বাচনী প্রকল্প গ্রহণ করেছে।

একটির পর একটি নির্বাচন করবে, আর দখল করে নেবে। পৌর নির্বাচনেও তারা বিজয় ছিনিয়ে নিয়েছে। এখন সামনের নির্বাচনেও একই ষড়যন্ত্র করছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে  এক প্রতিবাদ সভায় তিনি মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মান্নানের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে অধ্যাপক এমএ মান্নান মুক্তি পরিষদ।
মির্জা ফখরুল বলেন, এই দলটি (আওয়ামী লীগ) জনগণের চোখে ধোঁকা দিয়ে নিজেদের লোকদের বিজয়ী ঘোষণা করবে।   আর জাতির কাছে বলবে দেখেন- আওয়ামী লীগ কতো জনপ্রিয়। সে কারণেই তারা দলীয় প্রতীক দিয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করছে। তারা দেখাবে ধানের শীষ হেরে গেছে।

‘জোড়াতালি দিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে  বেশিদিন টিকে থাকা যায় না। আপনারাও পারবেন না,’ বলেন তিনি।  
 
বিএনপির  নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি ভারপ্রাপ্ত  মহাসচিব বলেন, সব দ্বিধাদ্বন্দ্ব ও সরকারের ষড়যন্ত্র পেছনে ফেলে বিএনপি প্রার্থীদের বিজয়ী করুন।
 
‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে কী হবে, তা আমরা জানি! প্রশাসনকে ব্যবহার করে  নির্বাচনের আগের রাতেই ভোট বাক্স ভরে ফেলা হবে। এসব জেনেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। জনগণ আরো ভালো করে দেখুক সরকার কী করছে?’

দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে নেতাদের উদেশ্যে তিনি বলেন, দল শক্তিশালী হলে প্রতিবাদ করা যায়। তাই বিএনপির ছাত্রদল, যুবদলসহ অন্যান্য সংগঠনকে শক্তিশালী করতে হবে।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির যুব বিষয়দক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।