ঢাকা: ভাষা সৈনিকদের রাষ্ট্রীয়ভাবে তালিকা প্রণয়ন করার আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভায় নেতাকর্মীরা এ আহ্বান জানান।
সভায় এনডিপির প্রেসিডিয়াম সদস্য আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, যুগ্ম-মহাসচিব মো. ফরিদ উদ্দিন, মো. শামসুল আলম, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক মো. আলম হোসেন, নির্বাহী সদস্য মো. শহীদুল্লাহ ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার শিকড় হচ্ছে মহান ভাষা আন্দোলন। অথচ ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় কোনো তালিকা প্রণয়ন করা হয়নি।
এ সময় তারা ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় তালিকা প্রণয়নে জোরালো দাবি জানান।
সভায় মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচিরর মধ্যে রয়েছে- ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় শহীদ ভাষা সৈনিকদের স্মরণে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অপর্ণ ও শ্রদ্ধা নিবেদন।
এছাড়া, প্রতিটি জেলায় ২১ ফেব্রুয়ারি সকালে স্থানীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করেছে এনডিপি।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমএ/টিআই