ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

জাপার আনুষ্ঠানিক মনোনয়নপত্র বিতরণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
জাপার আনুষ্ঠানিক মনোনয়নপত্র বিতরণ শুরু ছবি : কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি (জাপা)।
 
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে পার্টির কার্যালয়ে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।


 
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মাহমুদা পারভীন মলির হাতে মনোনয়নপত্র তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম  শুরু হয়।
 
জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আজ থেকে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। পার্টির মনোনয়ন দেওয়ার পর কেন্দ্র থেকে প্রার্থীদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হবে।
 
‘তৃণমূল থেকে নির্বাচিত হয়ে আসা মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন ২০৫ জনকে দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে,’ বলেও জানান তিনি।
 
পার্টির দায়িত্ব আস্তে আস্তে কো-চেয়ারম্যান জি এম কাদেরকে দেওয়া হচ্ছে জানিয়ে এরশাদ বলেন, কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার পর পার্টির নেতাকর্মীসহ সাধারণ মানুষদের মধ্যে আশা সঞ্চারিত হয়েছে।

এর আগে জাপা কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ইউনিয়ন পরিষদে এবার আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে। নির্বাচনে প্রার্থীদের মনিটরিং করতে প্রতিটি জেলায় পার্টির একটি কমিটি করা হবে। এছাড়া কেন্দ্রীয়ভাবে একটি কমিটি গঠন করা হয়েছে।
 
তিনি বলেন, কিছু দিন আগে আমাদের মধ্যে একটা জড়তা ছিল, সেটা আমরা কাটিয়ে উঠেছি। এই নির্বাচন আমাদের সামনে যেতে আরও সহায়তা করবে। এ নির্বাচনের ফল দেখে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।
 
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, ইউপি নির্বাচন ও অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনের প্রার্থী মনোনয়নের জন্য তৃণমূল নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সঠিক প্রার্থীদের বাছাই করে কেন্দ্রে পাঠাচ্ছেন। আর কেন্দ্র থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হচ্ছে।
 
এ সময় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ও এস এম ফয়সাল চিশতী, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া ও অধ্যাপক ইকবাল হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
টিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।