ঢাকা: দেশের বিভিন্ন স্থানে বিএনপি সমর্থিত ইউপি প্রার্থীদের গুম করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিএনপি।
শনিবার সকাল ১০টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ তোলেন।
এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
রিজভী বলেন, জয়পুরহাট ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব বুলুকে কয়েকদিন আগে পুলিশ ধরে নিয়ে গেছে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাতক্ষীরায় বিএনপির সমর্থিত চেয়ারমান প্রার্থী শাহীন হোসেন তার নিজ এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে গেলে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, গত ১৮ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় ৮ জন দলীয় নেতাকর্মীকে কালো রঙের মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর থেকে তাদের আর পাওয়া যাচ্ছে না। বিএনপি নেতাকর্মীরা নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারছে না। এ জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রিজভী বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতির নিরপেক্ষতাকে অপ্রবিত্র করেছেন। সরকার এই দুই বিচারপতিকে গণতন্ত্রের কিলিং মিশনের দায়িত্ব দিয়েছিলো। তারা দায়িত্ব পালন করে সংবিধান লঙ্ঘন করেছেন। শামসুদ্দিন চৌধুরীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমএম/বিএস/জেডএম