লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে লড়তে ইচ্ছুক তিন প্রার্থীসহ ১১ ব্যক্তিকে ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে।
এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর উপজেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন কর্মকর্তা বরাবর তারা এ আবেদন করেন।
তারা হলেন, তোরাবগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সদস্য প্রার্থী মো. শাহ আলম, একই ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. আজাদ ও কবির হোসেন এবং মো. শাহ আলমের প্রার্থিতা ফরমে সমর্থনকারী আবদুর রহমান।
এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম বাংলানিউজকে বলেন, তোরাবগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডে সদস্য পদে নির্বাচনের জন্য ফরম সংগ্রহ করি। ফরম পূরণের সময় ভোটার তালিকায় নিজের নাম না পেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে যাই। নির্বাচন কর্মকর্তা দেখেন নাম কর্তন হয়ে গেছে (মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় কর্তন দেখানো হয়)। পরে নির্বাচন কর্মকর্তা আবেদন করতে বললে আমি লিখিত আবেদন করি।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ বলেন, ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারেন এমন ১১ জনের নাম ভোটার তালিকা থেকে যড়যন্ত্র করে পরিকল্পিতভাবে মৃত দেখানো হয়েছে। বর্তমান সদস্য মো. দুলাল ভোটার হালনাগাদের সময় তথ্য সংগ্রকারীকে দিয়ে এ কাজ করিয়েছেন।
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির মাহমুদ বাংলানিউজকে বলেন, কতজনের নাম এভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হচ্ছে। কেন তাদের মৃত হিসেবে দেখানো হয়েছে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ২২ মার্চ ইউপি নির্বাচনের প্রথম দফায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন হবে। এর মধ্যে তোরাবগঞ্জ ইউনিয়ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসআর